বাঙালির হাতের প্রায় নাগালের বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নির্ধারণে মৎস্য বিভাগ বা জেলেদের কোনো ভূমিকা নেই। বরং হাতের পর হাত ঘুরে ইলিশের ‘লাভের গুড়’ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলেরা মাছ আড়তে তোলার পর খোলা ডাকের মাধ্যমে সেটির দাম নির্ধারণে ভূমিকা রাখেন আড়তদার ও পাইকাররা। পরে সেটি কয়েক হাত ঘুরে বাজারে ভোক্তার কাছে আসে।
জেলের হাত থেকে চার-পাঁচটি ধাপ পার হয়ে বাজারে আসে ইলিশ। প্রতিটি ধাপে এক থেকে দেড়শ টাকা করে কেজিতে বেড়ে যায় দাম। আর এতেই জাতীয় মাছ ইলিশের দাম আকাশচুম্বী হয়ে পড়ে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক - মো: আবুল বাশার। ফোনঃ +88029336126 ইমেইলঃ info@dailydeshbulletin.com
©২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | Presented by Success Life IT